ল্যাটেরাল চিন্তার ধাঁধাঁ


ল্যাটেরাল চিন্তার ধাঁধাগুলো হয় যুক্তির উপর ভিত্তি করে।

১. একটি লোক একটি বারে ঢুকে এক গ্লাস পানি চাইল।বারটেন্ডার তাকে পানি দিল,কিন্তু লোকটি বলল যে পানিটি দিয়ে কিছুই হচ্ছে না।বারটেন্ডার একমিনিটের জন্য ভাবল এবং একটি পিস্তল বের করে তার দিকে পয়েন্ট করে ধরল।লোকটি বলল,"ধন্যবাদ" এবং বের হয়ে গেল।

সংকেত: অনুগ্রহ করে এটি বাড়িতে চেষ্টা করবেন না।

উত্তর: লোকটির হেঁচকি উঠেছিল।বারটেন্ডারটি পিস্তল টেনে ভয় দেখিয়ে তার হেঁচকি দূর করে দিয়েছিল।

"একজন কলম্বিয়ান এভাবে ভয় দেখিয়ে হেঁচকি দূর করার জন্য তার ভাতিজার দিকে রিভলবার ধরেছিল।কিন্তু দুর্ঘটনাবশত লোকটি তাকে গুলি করে মেরে ফেলেছিল।"-২৪ জানুয়ারী,২০০৬ তারিখে ক্যারিবীয়ান বাররানক্বুইল্লা পোর্ট সিটির পুলিশ বলেছে। পুলিশ আরো বলে,২১বছর বয়সের ইউনিভার্সিটি পড়ুয়া ডেভিড গ্যালভানকে ঘাড়ে গুলি করার পর,তার চাচা,রাফায়েল ভার্গাস(৩৪) এতই বিক্ষিপ্ত হয়ে পড়ে যে সে পিস্তলটি তার দিকে তাক করে আত্নহত্যা করে।

ঘটনাটি ঘটে এক রবিবার রাতে,তখন তারা দুজন প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিল।প্রত্যক্ষদর্শীরা স্থানীয় টেলিভিশনে বলে: গ্যালভানের হেঁচকি শুরু হয় এবং ভার্গাস,যে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করে,বলে যে সে ভয় দেখিয়ে মুহূর্তেই হেঁচকি দূর করে দিতে পারবে।সে তার পিস্তলটি বের করে গ্যালভানের দিকে তাক করে এবং দুর্ঘটনাক্রমে গুলি বের হয়ে যায়।"তারা ড্রিংক করছিল কিন্তু কি ঘটছিল তা সম্পর্কে তারা অবগত ছিল"-একজন প্রত্যক্ষদর্শী বলে।


২। এক জায়গায় এক নিঃসঙ্গ লোক ছিল যে কখনো তার বাড়ি ছেড়ে যেত না।শুধুমাত্র তার খাবার ও যাবতীয় জিনিস পৌঁছে দেয়া ছাড়া কখনো তার সাথে কেউ দেখাও করতে আসত না।কিন্তু তারাও কথনো ভিতরে আসত না।এরপর,এক ঝড়ের রাতে যখন প্রবল হাওয়া বইছিল,সে হঠাত্ স্নায়ুবিক চাপ অনুভব করে।সে সিড়িঁ দিয়ে উপরে ওঠে,লাইট নিভায় এবং শুয়ে পড়ে।পরদিন সকালে,তার কারণে কয়েক'শ মানুষের মৃত্যু হয়।কিভাবে?

সংকেত: এটি খুব সম্বভবত ১৮৬২ থেকে ১৯৯০ এর ভিতরে ঘটেছিল।

উত্তর: সে ছিল লাইটহাউসের রক্ষক যে লাইটহাউসটির ই সুইচ বন্ধ করে দিয়েছিল।

কার্বনের চাপের মধ্যে বৈদ্যুতিক আলোক দীপ্তিযুক্ত ল্যাম্প সর্বপ্রথম ব্যবহৃত হয় লাইটহাউসের কাজে,অনেক আগে থেকে,এমনকি তখনো তেলের ল্যাম্পের প্রথা জনপ্রিয় ছিল।এগুলো মধ্যে প্রথম ছিলো ১৮৬২সালে ইংল্যান্ডের ডানজেনেসে।এরপর আরো অনেক জায়গায়।বিংশ শতাব্দীর প্রথম দিকে,সুইডিশ উদ্ভাবক গুস্তাভ দাহলেন এ.জি.এ লাইটহাউস আবিষ্কার করেন যা কিনা লাইটহাউস রক্ষীদের অপ্রয়োজনীয় করে তোলে।তারপরও,আরে বহু বছর লাইটহাউসগুলোতে রক্ষী ছিল,কারণ লাইটহাউসের রক্ষীরা দরকারের সময় উদ্ধারকাজেও সহায়তা করতে পারবে।নৌ-চালনা বিষয়ক বিদ্যা এবং নিরাপত্তা ব্যবস্হার উন্নতা যেমন জি.পি.এস,আমাদেরকে অ-স্বয়ংক্রিয় লাইটহাউস ব্যবস্হা থেকে বের করে এনেছে।ফলস্বরূপ ১৯৯০ সালে শেষ রক্ষীটিও বিদায় হয়ে যায়।বর্তমানে অল্পকিছু রক্ষী-চালিত লাইটহাউস রয়ে গেছে।বেশিরভাগই অবশ্য পুরোপুরি স্বয়ংক্রিয় হয়ে গিয়েছে।

৩। অনেক দোকানে দাম নির্ধারণ করার সময় পূর্ণসংখ্যা না নিয়ে তার খুবই কাছের কোনো দশমিক সংখ্যা নেয়া হয়।যেমন, $১০.০০ এর পরিবর্তে $৯.৯৯ অথবা, $১০০.০০ এর পরিবর্তে $৯৯.৯৫।ধারণা করা হয়,এটি করলে ক্রেতার কাছে দামটি তুলনামূলক কম মনে হয়।কিন্তু,এই কারণেই এই পদ্ধতির প্রচলন শুরু হয়নি।দাম নির্ধারণের এই পদ্ধতি চালু হবার পিছনে প্রধান কারণ কি ছিল?

উত্তর: এই পদ্ধতি প্রচলের পিছনে প্রধান কারণ ছিল,যেন প্রত্যেক লেনদের সময় দোকানিকে ক্যাশবক্স খুলে ভাংতি দিতে হয়।এর ফলে প্রত্যেক বিক্রয়ের রেকর্ড থেকে যাবে এবং দোকানি টাকা চুরি করতে পারবে না।

৪। গোলাকার ম্যানহোলের ঢাকনা চারকোনা ঢাকনার চেয়ে বেশি উপযোগী কেন?

উত্তর: গোলাকার ঢাকনা কখনোই চারকোনাগুলোর মতো ম্যানহোলের ভিতরে পরবে না।

৫। পৃথিবীর প্রথম ডাকটিকেট হিসেবে খ্যাত "পেনি ব্ল্যাক" ১৮৪০ সালে ইংল্যান্ডে প্রকাশিত হয়।ডাকটিকেটের ধারণাটি খুবই সফল হয়েছিল বিধায় এটি বিশ্বব্যাপী প্রচলিত হয়ে যায়।অথচ "পেনি ব্ল্যাক" মাত্র এক বছর ব্যবহৃত হয় এরপর এটি "পেনি রেড" দ্বারা প্রতিস্থাপিত হয়।কেন?

সংকেত: এই কারণটি কিন্তু এখনও আছে।তাই,কালো ডাকটিকেট সচরাচর দেখা যায় না।
উত্তর: তখন পোস্টঅফিসে সবসময় কালো সিলমোহর ব্যবহার করা হতো।তাই টিকেটটি কি ব্যবহৃত কি না তা বোঝাটা কঠিন হয়ে পরে।তখন লোকজন সেইসব ডাকটিকেট পুর্নব্যবহার করা শুরু করে।"পেনি রেড"এর মধ্যে সিলটি পরিষ্কারভাবে দেখা যেত।

৬। ধরুন,পৃথিবীতে আনুমানিক ৫,০০০,০০০,০০০(পাঁচ বিলিয়ন) মানুষ আছে।যদি প্রত্যেক মানুষের বাম হাতের আঙ্গুলের সংখ্যা একত্রে গুণ করা হয়,তবে সংখ্যাটি কত হবে বলে আপনি মনে করেন?

উত্তর: প্রত্যেক মানুষের বামহাতের মোট আঙ্গুলের সংখ্যার গুণফল হবে শূন্য।কারণ,শুধুমাত্র একজন মানুষেরও যদি বামহাতে কোনো আঙ্গুল না থাকে,তাহলেই গুণফল শূন্য হয়ে যাবে।কেননা যেকোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে গুণফল শূন্য ই হবে।

৭। "কোকোনাট গ্রোভ" নামে এক আমেরিকান নাইটক্লাবে একবার ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪০০ এরও বেশি মানুষ মারা যায়।একটি অতিসাধারণ ডিজাইন ব্যবস্হার কারণে মৃত্যুর সংখ্যা এত বেশি হয়েছিল।পরবর্তীকালে নিয়ম পরিবর্তন করে নিশ্চিত করা হয় যেন সার্বজনীন বিল্ডিংগুলোতে এই মারাত্নক দিকটি পরিহার করা হয়।এটি কি ছিল?

উত্তর: "কোকোনাট গ্রোভে"-র দরজাগুলো ভিতরের দিকে খুলতে হতো।আগুন থেকে রক্ষা পাবার জন্য আতন্কে সবাই দরজার কাছে জড়ো হয়ে ঘেঁষে দাঁড়িয়েছিল।এ কারণে তারা দরজা টেনে খুলতে পারছিল না।১৯৪২ সালে "কোকোনাট গ্রোভ" দুর্যোগের পর,জনসাধারণের জন্য উন্মক্ত সব বিল্ডিং এর দরজাই বাহিরের দিকে খোলার উপযোগী করে তৈরী করা হয়।

৮। চোরাচালানীর একটা নৌকা থেকে একজন লোক গভীর পানিতে পড়ে গিয়েছিল।সে সাঁতার কাটতে পারত না এবং সে নিজেকে ভাসিয়ে রাখার জন্য কিছু পরেও ছিল না।৩০মিনিট পর নৌকার লোকজন টের পেল যে একজনকে পাওয়া যাচ্ছে না।তখন তারা নৌকা নিয়ে ফিরে গেল এবং প্রায় দুই ঘন্টা পর লোকটিকে উদ্ধার করলো।সে ডুবে গেল না কেন?

সংকেত: যদিও সে একটি সাধারণ পুলেও কিছু না ধরে ভেসে থাকতে পারত না,কিন্তু ঐ পানিতে সে নিজ থেকেই ভেসে ছিল।
উত্তর: সে ইসরায়েল এবং জর্ডানের মাঝে অবস্হিত "ডেড সি" (মৃত সমুদ্র)-তে পড়েছিল।সেখানে পানি এতই লবণাক্ত ও ঘন যে ওখানে যে কেউই খুব সহজে ভেসে থাকতে পারবে। নোট: "ডেড সি" এর সর্বোচ্চ গভীরতা ১২৩৭' (৩৭৭ মি) আর চোরাচালানকারীরা মালপত্র পারাপার করার জন্য এই ডেড সি ব্যবহার করে বলে শোনা যায়।

Puzzles

Translated by Maimona Khatun